Rose Rose Good Luck নষ্ট অতীত Rose Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০১:৪৮ সন্ধ্যা



নষ্ট অতীত

Star Star Star

কলেজের সুবর্ণ জয়ন্তীতে হলো আবার দেখা!

এর আগে পায়ে পায়ে হারানো এক জীবন

অন্য কোনো হাত ধরে

অনির্দিষ্টি ভালোবাসায় পথ খুঁজে নিয়েছিল। Rose

ওর বার্গান্ডি রঙের চুল ঢেকে রাখতে পারেনি

বেলা অবেলার সাঁঝবেলা।

আমার অধরের হাসিও পেরেছে কি লুকোতে

বিষন্ন দিনগুলোতে মেতেছিলেম হৃদয় নিয়ে যে মরণখেলায়? Rose

আশাহীন এক হৃদিভেলায় তুলে দিয়ে সে,

সেই যে চলে গেলো হাতে তুলে দিয়ে

এক প্যান্ডোরার বাক্স! নিরাশার কালো মেঘে

ঢেকে গেছি, তবুও সাহস হয়নি কখনো

ডালা খুলে লুট করি কিছু আশা! Rose

তখন ভালোবাসাই মেতে ছিল নিরাশার পরকিয়ায়,

আর আমি?

অসহ্য যন্ত্রনায় পার করেছি কত দিনরাত্রি

কত বিষন্ন নিঃসঙ্গ প্রহর! আর ওদিকে

সে আর ভালোবাসা হাত ধরাধরি করে

সবুজ ঘাসের বুক থেকে খুঁজে ফিরেছে

প্রথম সুর্যকিরণে উচ্ছ্বসিত শিশির বিন্দু ! Rose

আমিও আষাঢ়ের প্রথম বারিধারায় সিক্ত হৃদয়-

কত শুকিয়েছি না পাওয়ার তপ্ত সাহারায়!

বাদল দিনের প্রথম কদম খোঁপায় গুঁজে

সেও মজেছে কামনার বিন্দু বিন্দু সিন্ধুজলে! Rose

সময়ের উত্থিত শিশ্ন নুয়ে পড়া অবধারিত স্খলনে

থেকে থেকে কেঁপেছে শুধু,

হয়নি ভালোবাসার কোমল শিশুর জন্ম!

তুমিহীন আমি আর আমিহীন তুমি

কেঁদে ফিরেছে বিষন্ন মেঘবালিকার তুলির আচরে! Rose

এক লোলচর্ম অপরিণত ভালোবাসা সেদিন

কলেজের সুবর্ণজয়ন্তীতে,

পাশে এসে দাঁড়িয়ে ম্লান দৃষ্টির সহস্র পর্দা

ভেদ করে জানতে চায়, ' কেমন আছ?'

Rose

ত্রিভুজ প্রেমের যবনিকা ঘটে হৃদয়ের দীর্ঘশ্বাসে।

নিজ হাতে উপড়ে আনি হৃদয়ের নীল পদ্ম!

সেখানের জমাট ভালোবাসা চুর চুর হয়ে ঝরে পড়ে। তবুও

বার্গান্ডি চুলের মহিলার নীলাভ লেন্সে ধরা পড়ে না

আমার দৃষ্টির অদৃশ্য লোনা জলের শুকনো ধারা।

পাকা অভিনেতা হয়ে বলি, ' এই তো... বেশ আছি।' Rose Good Luck

বিষয়: সাহিত্য

১০৫৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268302
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
বাকপ্রবাস লিখেছেন : নষ্ট অতীত কষ্ট দেয় ভীষণ
মন বোঝেনা কেবল যায় ছুটে
তারে আমি যতই করি তোষণ
মন তবু কষ্ট পানেই ছুটে
......
এখানে লিখতে পারেন গল্প কবিতা সব
Click this link
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫২
212226
মামুন লিখেছেন : ধন্যবাদ গুরু আমাকে বোঝার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।
...
আর পুরনো লেখাগুলোই কি এই লিংকে দেয়া যাবে? ব্লগে প্রকাশ হয়েছে বা আগে কোথায় পোষ্ট করা হয়েছে- সেগুলোর ব্যাপারে কোনো বাধ্য-বাধকতা আছে কিনা জানালে খুশী হবো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩১
212283
বাকপ্রবাস লিখেছেন : এখানে প্রতি মাসে একটা করে কবিতা আর গল্প দেয়া যায়, বিষয় ওরা সিলেক্ট করে দেয়, যেমন এই মাসের বিষয় হল প্রত্রয়, এটা নিয়ে একটা কবিতা আর একটা গল্প পোষ্ট করতে পারবেন, আগামী মাসে ্ওটা প্রকাশ হবে আর ভোট হবে, তার মধ্যে প্রত্যেক মাসে ৩টা গল্প আর ৩টা কবিতা সিলেক্ট হবে, এখানে লিখার মানটা ভাল হয়
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০০
212316
মামুন লিখেছেন : ধন্যবাদ।
হ্যা, আমিও আপনার লিংকে গিয়ে জেনেছি।Happy Good Luck Good Luck
268310
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা. অনেক ভালো লাগলো পড়ে।

যেভাবে গল্প কবিতা লিখতে শুরু করিচেন তাতে তো কিছুদিন পর আপনার নাম গিনেস বুকে উঠবে? Applause
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
212227
মামুন লিখেছেন : ধন্যবাদ।
কি করবো বলেন, লেখাগুলো মাথায় কিলবিল করে, সেগুলোকে নামিয়ে দিতে না পারলেও তো কষ্ট। আবার নামানোর পরে আবার জন্ম নেয়!
কি করি বলুন তো?

ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার জন্য আবারো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
268347
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে .এক কথায় Fantastic Fantastic
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
212228
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য।
অনেক শুভেচ্ছা রইলো।Happy Good Luck Good Luck
268348
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মামুন ভাইয়া। নষ্ট অতীতের কষ্ট ভীষণভাবে কাঁদাচ্ছে বুঝি আজকাল? ভাইয়া। তীব্র অনুভূতি মিশ্রিত লিখাটি পড়ে অন্নেক ভালো লাগলো।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
212229
মামুন লিখেছেন : ধন্যবাদ আপু।
হ্যা, অনেকটা সেরকমই।
তবে ৫০ টি কবিতা লিখে এরপর বিশ্রাম নিবো।
ঈদের বন্ধে কিছু ধর্মীয় পড়ালেখা করার ইচ্ছে রয়েছে। তারপর দেখি লেখার ভিন্ন কোনো রূপ আনা যায় কিনা। দোয়া করবেন।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৭
212230
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
ধন্যবাদ আপু।
হ্যা, অনেকটা সেরকমই।
তবে ৫০ টি কবিতা লিখে এরপর বিশ্রাম নিবো।
ঈদের বন্ধে কিছু ধর্মীয় পড়ালেখা করার ইচ্ছে রয়েছে। তারপর দেখি লেখার ভিন্ন কোনো রূপ আনা যায় কিনা। দোয়া করবেন।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268352
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
আফরা লিখেছেন : এটাও মনে হয় গল্পকে কবিতায় রূপান্তর করলেন ভাইয়া । ভাল লাগল অনেক ধন্যবাদ ।
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৩
212116
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আফরা সোনামণি কেমন আছেন...?
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৯
212134
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! ভাল আছি ভাইয়া আব্দুল মান্নান মুন্সী ভাইয়া @
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৮
212231
মামুন লিখেছেন : ধন্যবাদ।
না আফরা এইটা শুধুই গদ্য কবিতা।
তবে আরো কয়েকটি পোষ্ট করা গল্পের কবিতা রূপ সামনে আসবে ইনশা আল্লাহ।
আপনার অনুভূতির জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268425
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অতীতরা কখনো তিতা কখনো মিঠাই স্মৃতি
প্রেম পিরিতি পাগলামী রোমান্টিক নোংরামি
ভালোবাসি তোমায় প্রানের চেয়ে বেশি ওগোজান
অবশেষে নেয় প্রান-দূর থেকে দেয় জেলাসির গ্রান
ভালোবাসাবাসি মিটে যায় টানাপুরেনের কারনে
ভালোবাসার মানুষটি কারনে অকারনেই অবহেলিত হয়
পিছে ভয় প্রতিহিংসায় না প্রতিশোধ নেয়...
সে বুঝেনা ভালোবাসার মানুষ কখনো হিংস্র হয়না
ভালোবাসার কবর বুকে ধরে-এক জীবন কাটিয়ে দেয়+,
শুধু বর্তমানের স্মৃতি হলো ভবিষ্যতে অতীত হয়-
কষ্ট দেয় ভালোবাসার মানুষটিকে.....।
******************
উৎসর্গঃ শ্রদ্ধেয় মামুন ভাইকে
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০১
212232
মামুন লিখেছেন : ধন্যবাদ!
আমি অভিভূত এবং বিমুগ্ধ!!
দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম।
লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
এই প্রথম কেউ আমাকে কোনো লিখা উৎসর্গ করলো Love Struck
ধন্যবাদ বন্ধু আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268509
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৩
কাহাফ লিখেছেন :
নষ্ট অতীত নিয়ে ভাবতে না চাইলেও ফিরে ফিরে আসে বারবার।
'এই তো ...... ভালো আছি' বলা টা আনাড়ী হয়ে যায় শুধু!!
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
212233
মামুন লিখেছেন : ধন্যবাদ।
যদিও 'ভালো আছি' বলাটা আনাড়ি হয়ে যায়, তবুও নিজের থেকে নিজেকে লজ্জার এবং কষ্টের হাত থেকে বাঁচাতে কিছু একটা তো বলতেই হয়...
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File